রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বগুড়ার আদমদীঘিতে মাইক্রোবাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে।
জানা যায়, গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মুরইল বাজারের পশ্চিম পাশে সান্তাহার-বগুড়া সড়কে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। নিহতরা হলেন আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকার জগনাথের ছেলে শ্যামল (৩৫) সান্তাহার পৌর এলকার নামা পোওঁতা গ্রামের মৃত উজির মন্ডলের ছেলে শহিদুল ইসলাম (৬০) ও দুপচাচিয়ার আফজাল হোসেন (৪৫)। এছাড়া আলহেজ (৩৩), সোহেল (৪০), রাশেদুল ইসলাম (৩৪)সহ ৫ যাত্রী আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।