Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদমদীঘিতে মাইক্রোবাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ৫

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

বগুড়ার আদমদীঘিতে মাইক্রোবাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে।
জানা যায়, গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মুরইল বাজারের পশ্চিম পাশে সান্তাহার-বগুড়া সড়কে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। নিহতরা হলেন আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকার জগনাথের ছেলে শ্যামল (৩৫) সান্তাহার পৌর এলকার নামা পোওঁতা গ্রামের মৃত উজির মন্ডলের ছেলে শহিদুল ইসলাম (৬০) ও দুপচাচিয়ার আফজাল হোসেন (৪৫)। এছাড়া আলহেজ (৩৩), সোহেল (৪০), রাশেদুল ইসলাম (৩৪)সহ ৫ যাত্রী আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ