প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্ত্রীকে নির্যাতনের দায়ে বহুল আলোচিত-সমালোচিত হিরো আলম গ্রেফতার হয়ে এখন কারাগারে। গত বুধবার যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে তাকে হাজির করলে বিচারক আহমেদ শাহরিয়ার তারিক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলায় অভিযোগে জানা যায়, হিরো আলম যৌতুকের দাবিতে প্রায়ই তার স্ত্রী সুমি বেগমকে মারধর করতেন। গত সপ্তাহে ২ লাখ টাকা যৌতুকের দাবিতে সুমিকে মারধর করেন হিরো। মারপিটে সুমি আহত হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হিরো আলম জানিয়েছেন, কিছু খারাপ কর্মকান্ডের জন্য স্ত্রীকে দুটি ধাপ্পড় মেরেছিলেন তিনি। এ কারণে তার শ্বশুর তাকে শারীরিকভাবে প্রহার করেছেন। সদর থানায় হিরো আলম অভিযোগ দিলেও সেটি মামলা হিসেবে গ্রহণ না করে পুলিশ তার শ্বশুরের মামলা আমলে নিয়ে তাকে গ্রেফতার করে। সদর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান জানান, হিরো আলমের অভিযোগ মিথ্যা থাকায় তার মামলা গ্রহণ করা হয়নি। উল্লেখ্য, হিরো আলমের বিরুদ্ধে দেয়া মামলার সত্যতা প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদন্ড হতে পারে। উল্লেখ্য, হিরো আলম হাস্যকর মিউজিক ভিডিও করে এবং সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আলোচিত এবং সমালোচিত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।