Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হৃদয়ের পশুত্ব বিতাড়িত করে মনুষ্যত্ব সৃষ্টি করুন

চট্টগ্রামের আমান বাজার চত্বরে প্রিন্সিপাল ছৈয়্যদ মুনির উল্লাহ

-প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ১:১৩ এএম

কাগতিয়া দরবার শরীফের পীর আল্লামা প্রিন্সিপাল শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী বলেছেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে। বস্তু জগতের আগুন, পানি, মাটি, বাতাস এর সাথে নূর জগতের লতিফাসমূহের সমন্বয়ে মানুষকে তৈরি করা হয়েছে। তাই মানুষ আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব। তিনি গত শুক্রবার বাদে জুমা চট্টগ্রাম নগরীর আমান বাজার চত্ত¡রে পবিত্র জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) ও কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১০৮ নং আমানবাজার শাখার উদ্যোগে আয়োজিত এশায়াত মাহফিলে উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জন্মের পর মানব-লতিফাসমূহ নূর জগতের সাথে সম্পৃক্ত থাকার ফলে তা আল্লাহর জিকিরে রত থাকে। ক্রমান্বয়ে গুনাহের কারণে লতিফাসমূহের নূর জগতের সাথে বন্ধন ছিন্ন হয়। ফলে মানবিক গুণাবলী হারিয়ে ঐ ব্যক্তি মনুষ্যত্ব হারিয়ে ফেলে। হৃদয়ের পশুত্ব বিতাড়িত করে, মনুষ্যত্ব সৃষ্টি করেন। এ তরিক্বতের অর্ন্তভূক্ত হয়ে মোরাকাবার অনুশীলনের মাধ্যমে জমিনে বসে নূর জগতের সাথে সম্পর্ক স্থাপন করা যায়। এভাবে মানুষের হৃদয়ের অন্ধকার দূরীভ‚ত হয়ে সত্যিকারের আলোকিত মানুষ তৈরী হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মুহাম্মদ তৌফিক আহমেদ চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এশায়াত মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য ও মাইক্রো বায়োলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, চট্টগ্রাম সরকারি কলেজের প্রিন্সিপাল আলহাজ মোহাম্মদ আবুল হাছান।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজ ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম, নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজ এর উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ রসায়ন বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ তসলিম উদ্দীন, অধ্যাপক মোহাম্মদ অলি আহাদ চৌধুরী।
মাহফিলে বক্তব্য রাখবেন আল্ল­ামা মুফতি মুহাম্মদ ইব্রাহীম হানফি, আল্ল­ামা মুফতি আনোয়ারুল আলম সিদ্দিকী,আল্ল­ামা মোহাম্মদ সেকান্দর আলী প্রমুখ। মাহফিলে স্থানীয় বহু গণ্যমান্য ব্যক্তি, আলেম, ছাত্র, শিক্ষক ও ব্যবসায়ি ছাড়াও সর্বস্তরের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।
মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্র ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ