বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, বিতর্কিত নির্বাচনের মধ্যদিয়ে নবগঠিত সরকারের মন্ত্রীরা-এমপিরা ইসলাম ও আলেম-ওলামাদের বিরুদ্ধে লাগামহীন বক্তব্য দিচ্ছে। সরকারের ছত্র-ছায়ায় লালিত এমপি মেনন মন্ত্রিত্ব হারিয়ে বেসামাল কথা-বার্তা বলা শুরু করছে। কওমি মাদরাসা, হেফাজতে ইসলাম, আলেম-ওলামাদের বিরুদ্ধে অশালীন ও লাগামহীন বক্তব্য জাতীয় সংসদে পেশ করে সংসদ অপবিত্র করেছে। আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র নাসিমের বক্তব্যে এদেশের জনগণ হতাশ। তিনি বলেন, কাদিয়ানীরা অমুসলিম এতে সংশয়ের কোনো অবকাশ নেই। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর মর্যাদা রক্ষায় এদেশের জনগণ জীবন দিতে প্রস্তুত। তিনি অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার দাবি জানান। অন্যথায় পরবর্তী পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে। বাংলাদেশ খেলাফত মজলিস সৌদি আরবের রিয়াদ শাখা আয়োজিত সংবর্ধনা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাখা সভাপতি মাওলানা হোসাইন হাবীবুর রহমানের সভাপতিত্বে ও শাখা সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজমুল আলমের পরিচালনায় শাখা সহ-সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল বাকী আহবাবের কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠিত প্রোগ্রামে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস রিয়াদ শাখার সহ-সভাপতি হাফিজ মাওলানা ফুরকান, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা মাহবুবুর রহমান, হাফিজ মাওলানা শাহ যাকারিয়া, হাফিজ মাওলানা মুফতি দিলোয়ার হোসাইন, মাওলানা মুখলেছুর রহমান প্রমুখ। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মাওলানা মিজানুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।