বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশের সভাপতি মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী এক বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন কর্তৃক পবিত্র ইসলামকে মোল্লাতন্ত্র আখ্যায়িত করা, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী সম্পর্কে কটূক্তি এবং মিথ্যা নবুওয়াতের দাবিদার কাদিয়ানীদের পক্ষাবলম্বনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শয়তানতন্ত্রের অনুসারীরা পবিত্র ইসলামকে মোল্লাতন্ত্র আখ্যায়িত করে অমার্জনীয় অপরাধ করেছে। বিবৃতিতে তিনি বলেন, ইসলামী শিক্ষা-সংস্কৃতির ধারক-বাহক কওমী মাদরাসাকে বিষবৃক্ষ বলে রাশেদ খান মেনন দেশের প্রায় নব্বই ভাগ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত দিয়েছে। মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী আরো বলেন, সারা বিশ্বের আলেম-উলামা ও মুফতীগণের সম্মিলিত ফাতওয়া অনুযায়ী কাদিয়ানীরা কাফের। অথচ জাতীয় সংসদে দাঁড়িয়ে রাশেদ খান মেনন কাদিয়ানীদের পক্ষাবলম্বন করে কুফ্রী কাজে লিপ্ত হয়েছে। তার বক্তব্য প্রত্যাহার এবং তাকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। -প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।