Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেনাস-সেরেনা বোনদের বাবার ভূমিকায় উইল স্মিথ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ১২:৪৮ এএম

‘কিং রিচার্ড’ নামে একটি জীবনী চলচ্চিত্রে উইল স্মিথ টেনিস তারকা ভেনাস উইলিয়াম্স এবং সেরেনা উইলিয়ামসের বাবার ভূমিকায় অভিনয় করবেন। উল্লেখ্য, চলচ্চিত্রটিতে দুই বোনের ভূমিকা থাকলেও নির্মিত হবে তাদের বাবা রিচার্ড উইলিয়ামসকে নিয়ে। কন্যাদের সঙ্গে রিচার্ডের সম্পর্কের টানাপড়েন, তাকে ঘিরে অবিশ্বাস, বিতর্ক এবং তার ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়েই হবে চলচ্চিত্রটির কাহিনী। ক্যালিফোর্নিয়া রাজ্যের আফ্রিকান-আমেরিকান জনগোষ্ঠী অধ্যুষিত কম্পটন এলাকায় চার বছর বয়সে টেনিস কোর্টে দুই বোনের যাত্রা শুরু থেকে গল্পের সূচনা হবে। উল্লেখ্য তাদের পরিবারে টেনিসের কোনও পৃষ্ঠপোষকতা ছিল না। য্যাক বেলিনের লেখা ২০১৮ সালের ব্ল্যাক লিস্টে রানার-আপ চিত্রনাট্য অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হবে। ১৯৯৯ সালে ইউএস ওপেন থেকে শুরু করে সেরেনা ২৩টি গ্র্যান্ড স্ন্যাম সিঙ্গলস টাইটেল জয় করেছেন এবং ২০০০ সালে উইম্বলডন থেকে শুরু করে ভেনাসের সাফল্যের তালিকায় আছে ৭টি গ্র্যান্ড স্ন্যাম হয়। দুই বোন মিলে জয় করেছেন ১৪টি গ্র্যান্ড স্ন্যাম ডাবলস। উইল স্মিথের সঙ্গে ‘কিং রিচার্ড’ প্রযোজনা করবেন টিম এবং ট্রেভর হোয়াইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ