Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাকসু নির্বাচন কুরুচিপূর্ণ স্লোগান বামদের

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করতে এসে বামদের ধাওয়ার শিকার হয়েছে সাবেক স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীরা। একই দিন ডাকসু নির্বাচনে অংশ নেয়া চরমোনাই পীরপন্থী শিক্ষার্থীদের সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ স্লোগান দেয়ার অভিযোগ করে সংগঠনটি। গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এলাকায় প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা ছাত্রসমাজের একটি মিছিলে লাঠিসোটা নিয়ে ধাওয়া দেয়। এতে সংগঠনটির ৬ সদস্য আহত হয়েছে বলে অভিযোগ করেন ছাত্র সমাজের প্যানেলে ডাকসুতে জিএস প্রার্থী মামুন ফকির। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি। ছাত্র সমাজকে ধাওয়া দেয়া সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার বলেন, পরিবেশ পরিষদ কর্তৃক নিষিদ্ধ হয়েও ছাত্র সমাজ ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে বারবার বলা হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। তাই তারা ক্যাম্পাসে মিছিল বের করলে আমরা ধাওয়া দিয়ে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেই।
এদিকে ভিন্ন একটি ঘটনায় প্রচার-প্রচারণা চালানোর সময় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রার্থীদের উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ স্লোগান দেয়ার অভিযোগ করেছে সংগঠনটি। সংগঠনটির দাবি গতকাল শনিবার দুপুরে প্রচারণার শেষ দিনে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসের সামনে (বহিরাগত) বাম নেত্রী ডা. মণীষা চক্রবর্তীর নেতৃত্বে বাম সংগঠনের কর্মীরা কুরুচিপূর্ণ শ্লোগান ও ইশা ছাত্র আন্দোলন এর নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে এলোপাথারি বাক্য ছোড়ে। বামদের এ ধরণের কর্মকান্ড লেভেল প্লেয়িং ফিন্ডকে প্রশ্নবিদ্ধ করে উল্লেখ করে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ ও সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ এক যৌথ বিবৃতিতে এর নিন্দা জানান। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী এবং আদর্শিক রাজনীতি করা কোন সংগঠনের কাছ থেকে এই ধরনের আচরণ আমাদের আশাহত করেছে। আমরা শান্তিপূর্ণ রাজনীতি করতে চাই, কাউকে প্রতিহত বা প্রতিরোধ করার মতো সহিংস রাজনীতি আমরা সর্বদাই এড়িয়ে চলি। তারা ক্যাম্পাসে সহাবস্থানপূর্ণ রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে সকাল সংগঠনের প্রতি আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ