রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গফরগাঁও উপজেলা প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে তিনি মাথায় ও চোখে আঘাত পান। গত বৃহস্পতিবার রাতে গফরগাঁও থেকে ঢাকা যাওয়ার পথে আন্তঃনগর তিস্তা ট্রেনে বিমানবন্দর রেল স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ট্রেন যাত্রীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। বর্তমানে তিনি ঢাকার লায়নস চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী তোফাজ্জল হোসেন বলেন, স্থানীয় একটি সরকারি চুক্তি বাতিল করায় পর ঢাকার মেসার্স জামান কনস্ট্রাকশনের স্বত্ত¡াধিকারী ঠিকাদার জামান আমাকে গালিগালাজসহ বড় ক্ষতি করার হুমকি দিয়েছে। স্টেশনের যাত্রীরা না সাহায্য করলে ওরা আমাকে মেরেই ফেলত। এ ব্যাপারে বিমানবন্দর থানায় গত শুক্রবার রাতে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।