Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

গাছে গাছে আমের গুটি...

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

ফাল্গুনে গুটি, চৈত্রে কাটিকুটি, বৈশাখে আঁটি, জৈষ্ঠ্যে দুধের বাটি’ ফলের রাজা আমের বায়োগ্রাফী (জীবন বৃন্তান্ত) যেন এই ক’টি কাব্য অধ্যায়ের মধ্যেই চমৎকারভাবে ফুটে উঠেছে। আর ওই চিরায়ত সত্যের স্বাক্ষ্য হিসেবেই বগুড়ায় গাছে গাছে এবার বাঁধতে শুরু করেছে আমের গুটি। বগুড়ায় এবার মাঘের মাঝামাঝি থেকেই গাছে গাছে দেখা যাচ্ছে মুকুলের সমারোহ। শীতে এবার তেমন শৈত্যপ্রবাহ বা ঘন কুয়াশা না থাকায় মুকুলের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এখন পর্যন্ত বগুড়ায় যেমন ঝড়বাদলের প্রকোপ ছিল না, তেমনি কয়েক পশলার বৃষ্টি বরং আম, কাঁঠাল, জামের মতো ফলের জন্য উপকারই বয়ে এনেছে। বগুড়ার কৃষি বিভাগীয় কর্মকর্তাদের আশাবাদ, সামনে শিলাবৃষ্টি ও বড় ঝড় বাদল না হলে এবার আমের ফলন ভালোই হবে -মহসিন রাজু



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ