Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্রেজার পাইপে শিশুর মৃত্যু

দোহার (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

ঢাকার দোহার উপজেলায় ড্রেজারের পাইপের নিচে পড়ে সাফোয়ান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাফোয়ান উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের সেকান্দার মৃধার ছোট ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নিহত সাফোয়ান তার বড় ভাই সাফায়েত এবং চাচাতো বোন ইতি বাড়ির পাশে হোসেন আলী ফকির ও শহীদের ড্রোজার পাইপের নিচে খেলা করছিলো। এমন সময় ড্রেজার মেশিন চালু করলে পাইপ ভেঙ্গে সাফোয়ানের মাথার উপর পড়লে সে মারাত্মকভাবে যখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দোহার থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, সংবাদ পাওয়ার পর পরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পক্ষ থেকে কেউ অভিযোগ করলে সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ