Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ২ এমপিকে সংবর্ধনা

টাঙ্গাইল প্রেস ক্লাবের সদস্য

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

টাঙ্গাইল প্রেস ক্লাবের দুই সদস্য যথাক্রমে এডভোকেট জোয়াহেরুল ইসলাম জহের এবং আলহাজ¦ ছানোয়ার হোসেন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় টাঙ্গাইল প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল জজকোর্টেও পিপি এডভোকেট এস আকবর খান, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকেরুল মাওলা, প্রথম আলো প্রতিনিধি কামনাশীষ শেখর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত সংসদ সদস্য ছানোয়ার হোসেন এবং জোয়াহেরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে অনুষ্ঠান শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের আনন্দ ভ্রমনে লটারি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সংবর্ধনা অনুষ্ঠানে টাঙ্গাইলের বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ