Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চরফ্যাশনে বিদ্যালয়ের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

চরফ্যাশন (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

‘সবাই মিলে ভাব, নতুন কিছু কর’ নারী দিবসের এই প্রতিপদ্য বিষয় নিয়ে চরফ্যাশন উপজেলার নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজন করেছেন ছাত্রীদের মধ্যে বক্তব্য প্রতিযোগিতা। গত ৮ মার্চ সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়নে প্রধান শিক্ষক আমির হোসেনের সভাপতিত্বে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ছাত্রীগণঅংশ গ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে লিপি আক্তার, ২য় স্থান আরজু বেগম, তৃতীয় স্থান তানজিলা আক্তার। এই সকল প্রতিযোগিদের মাঝে প্রধান শিক্ষক পুরস্কার বিতরণ করেন। বক্তরা বলেন, নারী ক্ষমতায়নে বেগম রোকেয়ার অবদান সবচেয়ে বেশী গুরুত্ব বহন করেছে।
কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, ‘পৃথিবীতে যা কিছু সুন্দর চির কল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’ পুরুষের পাশা পাশি নারীরাও এগিয়ে রয়েছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক শহিনা আক্তার, আবু সালেহ মো. হানিফ, সুজায়েত উল্যাহ, আবদুল্লাহ আল নোমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ