বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্কুল, বাড়িঘর, ফসলী জমির পাশে ইটভাটার অনুমতি ও পরিবেশ ছাড়পত্র দেওয়া হবেনা , ইটের ৫০ % ভাগ ফাঁকা রেখে (হ্যালো ব্রিক) পদ্ধতিতে ইট তৈরী করতে হবে, জেলা প্রশাসকের অনুমতি পত্র ছাড়া ইট তৈরীর জন্য কাঁচা মাটি সংগ্রহ করা যাবেনা এমন ধরনের বহু শর্তের বেড়াজালে বন্ধ হয়ে যেতে পারে দেশের ১০ হাজার ইট ভাটা।’ এমন শঙ্কার কথা বললেন উত্তর বঙ্গ ইটভাটা মালিক সমিতি গুলোর যৌথ কমিটির আহ্বায়ক মোঃ সদরুল ইসলাম।
তিনি শনিবার বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উত্তর বঙ্গের অর্ধশতাধিক ইটভাটা মালিকদের উপস্থিতিতে লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকারি নীতিমালার আলোকে দেশের প্রায় সব ইটভাটাতেই এখন ১২০ ফিট উঁচু চিমনি স্থাপনের কাজ শেষ হয়েছে। এজন্যে প্রতিটি ভাটা মালিককে অতিরিক্ত ৪০ /৫০ লাখ টাকা ব্যয় করতে হয়েছে। এরপর জিগজ্যাগ পদ্ধতির ফিল্টারিং সিস্টেমের জন্য আরও ব্যয় হয়েছে ৩০ লাখ টাকা। তারপরও বারবার জটিল জটিল শর্তের বেড়াজাল সম্বলিত নতুন নতুন আইনের কারণে ইটভাটার ব্যবসা করাই অসম্ভব হয়ে পড়েছে। সর্বশেষ ২০১৮ সালের আইনটি ইটভাটার পরিচালনার ক্ষেত্রে ভয়ানক বাধা হয়ে দাঁড়িয়েছে।
অবিলম্বে আইনটি সংশোধন না করা হলে হয়তো বন্ধই হয়ে যাবে দেশের ১০ হাজার ইটভাটা । কর্মচ্যুত হবে লাখ লাখ ইট শ্রমিক। সরকারও বঞ্চিত হবে ৪০০ কোটি টাকার রাজস্ব থেকে । সংবাদ সম্মেলনে সমিতির বগুড়া শাখার সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।