পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : দেশের শীর্ষ ইলেক্ট্রনিক্স কোম্পানি ওয়ালটন টিভির দাম আরো কমলো। প্রযুক্তি ও উৎপাদন খাতে ব্যাপক বিনিয়োগ এবং উৎপাদন বৃদ্ধি পাওয়ায় দাম কমালো কর্তৃপক্ষ। এইডি, ফুল এইচডি এবং স্মার্ট এনড্রয়েড ওয়ালটন টিভিতে এই সুবিধা পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্টরা জানান, দাম কমানোর পাশাপাশি ওয়ালটন এলইডি টিভিতে ৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ২ বছরের সম্পূর্ণ ওয়ারেন্টি এবং ৫ বছরের ফ্রি সার্ভিস দেয়া হচ্ছে। যাত্রাবাড়ী ওয়ালটন প্লাজার একজন বিক্রয়কর্মী জানান, ওয়ালটনের ১৯ ইঞ্চি রেডি এইচডি টিভির দাম এখন ১১হাজার ৩শ’ টাকা, ২৪ ইঞ্চি এইচডি রেডি টিভির দাম ১৩ হাজার ৮শ’ টাকা। ২৮ ইঞ্চি এইচডি রেডি টিভির দাম ১৮ হাজার ৯৫০ টাকা। ৩২ ইঞ্চি রেডি এইচডি টিভি ২১ হাজার ৬শ’ টাকা। ৪০ ইঞ্চি এইচডি টিভি ৩৩ হাজার ৭শ’ টাকা, ৪৩ ইঞ্চি এইচডি টিভি ৪২ হাজার ৯শ’ টাকা। ৪৯ ইঞ্চি এইচডি টিভি ৫৭ হাজার ৯শ’ টাকা। আর স্মার্ট টিভির মধ্যে ৪৩ ইঞ্চি এইচডি টিভির দাম ৫২ হাজার ৯শ’ টাকা। ৪৯ ইঞ্চি এইচডি টিভির দাম ৬৬ হাজার ৯শ’ টাকা। ৫৫ ইঞ্চি এইচডি টিভির দাম ৮১ হাজার ৯শ’ টাকা। ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, মাদারবোর্ড ও প্যানেল ব্যাকলাইট নিয়ে ব্যাপক জনবল সমৃদ্ধ গবেষণা এবং ওপেনসেল এর সাথে যথাযথ সমন্বয় করায় সেরা পিকচার এবং দীর্ঘস্থায়িতের টিভি এখন ওয়ালটন। এছাড়াও দেশব্যাপী ওয়ালটনের সকল প্লাজায় ক্রেতারা জিরো ইন্টারেস্টে সহজ কিস্তিতে ওয়ালটন পণ্য ক্রয় করতে পারছেন। পণ্যের গায়ে যে দাম লেখা থাকে সেই দামেই কেনা যাচ্ছে। এর সঙ্গে বাড়তি কোন সার্ভিস চার্জ বা টাকা যোগ হচ্ছে না। প্রযুক্তি পণ্যের সুবিধা ঘরে ঘরে পৌঁছে দিতে ওয়ালটন এই উদ্যোগ নিয়েছে। এর আগে কিস্তিতে কিনলে সার্ভিস চার্জ দিতে হতো। এখন সেটিও দিতে হচ্ছে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।