Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৬

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

 টাঙ্গাইলের মির্জাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬ জন। নিহত সেনা সদস্য আজিুজুল ইসলাম (২৮) উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে। গতকাল (শুক্রবার) সকাল সাড়ে আটটার দিকে এ মারামারির ঘটনায় সেনা সদস্য আহত হয়। পরে গুরুতর অবস্থায় তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সকাল এগারোটার দিকে সেখানে তার মৃত্যু হয়। নিহত আজিজুল ইসলাম বগুড়া ক্যান্টনমেন্টে আর্টিলারি কোরে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, দেওভোগ গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে বেলাল মিয়া (৬৫), একই গ্রামের ফিরোজ মোল্লার ছেলে খাইরুল মোল্লা (১৮), আমজাদ মোল্লার ছেলে আকরাম মোল্লা (১৯), রাজ্জাজ মোল্লার ছেলে মেহসীন মোল্লা (২৮) ও রফিক মোল্লার ছেলে লিটন মোল্লা (১৭)।

পুলিশ জানান, বুধবার রাতে দেওভোগ গ্রামের বাকী মোল্লার ছেলে কামরুল ও আব্দুর রউফ মিয়ার ছেলে রাসেলের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি ঘটনা ঘটে। পরে স্থানীয় মাতাব্বরা বিষয়টি মিমাংসার জন্য বৃহস্পতির সালিশি বৈঠকের কথা বলেন। কিন্ত কামরুল বৈঠকের আগেই রাসেলের উপর হামলা চালিয়ে আহত করে। এদিকে রাসেলের বড় ভাই সেনা সদস্য আজিজুল ইসলাম বৃহস্পতিবার রাতে ছুটিতে বাড়ি এসে এঘটনা জানতে পারেন। বিরোধ মীমাংসার কথা হওয়ার পরও কেন তার ভাইকে মারা হলো তা জানতে শুক্রবার সকালে আজিজুল তার চাচাদের নিয়ে গ্রামের উত্তরপাড়া রফিক মোল্লার বাড়ির কাছে যান। সেখান একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে মারামারি শুরু হলে সেনা সদস্যসহ উভয়পক্ষের কমপক্ষের ৬ জন আহত হয়।

এসময় মাথায় আঘাতপ্রাপ্ত হলে সেনা সদস্য আজিজুলকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ও অপর আহতদের মধ্যে ৩ জনকে উপজেলাস্থ জামুর্কী স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল এগারোটার দিকে আজিজুল ইসলামের মৃত্যু হয়। মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে ৫ জনকে আটক করার কথা জানিয়েছেন। তিনি বলেন, নিহত সেনা সদস্যের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এখনো এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি বলেও তিনি জানিয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ