Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘নারীরা এখন মর্যাদার আসনে’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

আন্তর্জাতিক নারী দিবসে নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে সিটি কর্পোরেশন। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে নগর ভবন থেকে শুরু হয়ে র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে মেয়র বেলুন উড়িয়ে ব্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় মেয়র বলেন, সারা বিশ্বের সাথে বাংলাদেশও সমান তালে এগিয়ে যাচ্ছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়ন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশে নারীরা এখন মর্যদার আসনে। এ সময় কাউন্সিলর এম আশরাফুল ইসলাম, মোহাম্মদ শফিউল আলম, মনোয়ারা বেগম মনি, নিলু নাগ, চসিক সচিব মোহাম্মদ আবু শাহেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ৃয়াসহ কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ