Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তাগাছায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

মুক্তাগাছা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৯, ১২:০৬ এএম

প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণ ও সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি না করার দাবিতে ময়মনসিংহের মুক্তাগাছায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মনবন্ধন কর্মসূচি পালন করেছেন। গত বৃহস্পতিবার বিকালে শহরের শিক্ষক সমিতির সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে শিক্ষকরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রদত্ত দু’দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে আয়োজিত মানবন্ধনের অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, সমাজ কল্যান সম্পাদক আশরাফ আলী, সাংস্কৃতিক সম্পাদক খায়রুল আলম, শিক্ষাবিষয়ক সম্পদক রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৫ শতাধিক সহকারী শিক্ষক-শিক্ষিতা অংশ নেন। বক্তরা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সহাকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি করা হলে তা সহকারী শিক্ষকদের জন্য একটি খারাপ নজির হবে। তাই তারা এ পদ সৃষ্টি না করার দাবি জানান। সেই সাথে তারা নিজেদের মানুষ গড়ার কারিগর হিসেবে উল্লেখ করে দ্রুততম সময়ের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন জারির দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ