রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
যখন সরকারি জায়গা-জমি থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে ঠিক তখনই সরকারি নালা ভরাট করে সেই জায়গা দখলে নিয়ে বাড়ি-ঘর করা হচ্ছে। এই ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের দীঘলগ্রাম।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দীঘলগ্রামে সরকারি খাস সম্পত্তির নালা (জোলা) মুখ মাটি ফেলে ভরাট করে ঘর তোলার অভিযোগ পাওয়া গেছে। এর ফলে নালাটি বর্ষাকালে নৌকা চলাচল ও পানি প্রবাহে বাধা হয়ে পড়লে অনেক সংকটের সৃষ্টি হবে। এদিকে নালাটি ভরাটের ও বাঁধার কারণে সেখানে সরকারি বরাদ্দের অর্থে রাস্তা নির্মাণ কাজও বন্ধ রয়েছে। সরকারি বরাদ্দের অর্থে রাস্তা নির্মাণ কাজে বাঁধা এমন অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ইউপি সদস্য মনোয়ারা বেগম লিখিত অভিযোগও করেছেন।
বিভিন্ন সূত্রে ও লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার উধুনিয়া ইউনিয়নের দীর্ঘলগ্রামে দীর্ঘ চৌকিদহ নালা হয়ে বর্ষাকালে নৌকা চলাচল ও পানি প্রবাহ হয়ে থাকে। স্থানীয় উধুনিয়া নদীর সাথে নালাটির যোগ রয়েছে। এ নালা সরকারি খাস সম্পত্তি বলে জানা যায়।
উল্লাপাড়া উপজেলার দীঘলগ্রামের হাছেন আলীর দুই ছেলে শরিফুল ইসলাম ও মো. আশরাফুল ইসলাম সম্পতি জোলার মুখে মাটি ফেলে ভরাট করে সেখানে একাধিক ঘর তুলে জায়গা দখলে নিয়েছে। জানা যায়, গত নভেম্বর নালাটির এক পাশ দিয়ে একটি সিসি রাস্তা নির্মানে সরকারি প্রকল্প অনুমোদন ও অর্থ বরাদ্দ হয়েছে। এলজিএসপি-৩ প্রকল্পে রাস্তাটি নির্মানে প্রায় ১ লাখ ১৩ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। সেখানে বাধার মুখে আজও কাজ শুরু করা যায়নি।
রাস্তাটি বিষয়ে সংশ্লিষ্ট সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য মনোয়ারা বেগম জানান, গত ১১ ফেব্রæয়ারি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত আবেদন করেছেন। তিনি আরো বলেন, গুরত্বপূর্ণ বিবেচনা করেই রাস্তাটি নির্মানে তিনি অগ্রনী ভুমিকা পালন করেন।
উধুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জলিল জানান, নালাটি ভরাট এবং ঘর তুলে সরকারি জায়গা দখল অবৈধ করা হয়েছে। আর রাস্তাটি নির্মানে বাধা দেয়া বিষয় জেনেছেন। এবিষয়ে শরিফুল ইসলাম ও মো. আশরাফুল ইসলাম জানান, এ সম্পত্তি তাদের নিজস্ব। তাই প্রয়োজনে ভরাট করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান বলেন, সরকারি জায়গা ভরাট করে দখল নেয়া হলে তা তদন্ত করে মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।