Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উজ্জ্বলের চিকিৎসায় সাহায্যের আবেদন

অভ্যন্তরীণ ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৯, ১২:০৬ এএম

আটাশ বছরের টকবকে যুবক উজ্জল। পারিবারিক আর্থিক অনটনে লেখাপড়া বেশি দূর এগুতে না পারলেও জীবন সংগ্রামে বেছে নিয়েছেন দর্জি কাজ। টেইলার্স মাস্টার সৈয়দ উজ্জল হটাৎ একদিন অসুস্থ হয়ে পড়েন। ঢাকা মেডিক্যালের অধ্যাপক ডা. আহমেদুল কবির বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান উজ্জল ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তাকে সুস্থ করতে উন্নত চিকিৎসা জরুরি। এতে প্রায় ৮ লাখ টাকার প্রয়োজন।
গাজীপুর সদর উপজেলার চাবাগান এলাকার দরিদ্র পরিবারের মরহুম জামাল মিয়ার ছেলে সৈয়দ উজ্জল (২৭)। দীর্ঘদিন চিকিৎসা করাতে গিয়ে পরিবারের সহায় সম্বল সব শেষ। অর্থাভাবে তার পরিবার চিকিৎসার হাল ছেড়ে দেয়। খরচ চালাতে না পেরে অসুস্থ উজ্জলকে বাসায় নিয়ে যায়।
এমতাবস্থায় বাধ্য হয়ে সমাজের দানশীল, ধনবান, সহৃদয় ব্যক্তিদের কাছে ছেলে চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তার মা আঙ্গুরি বেগম।
সাহায্য পাঠানোর ঠিকানা
মোবাইল ০১৯৯১৬৭৮৪০৫,
বিকাশ ০১৭৯৩৩৮৭১৫২, ০১৭৮৯০৬০৯৭৭।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ