পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
উপজেলা পরিষদের নির্বাচন আগামী ১০ মার্চ। এ উপলক্ষে নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তাই এদিন ওই সব এলাকায় ব্যাংকের শাখাও বন্ধ থাকবে বলে এক সার্কুলারে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত সব তফসিলি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বন্ধ থাকবে। এতে যেসব এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি উল্লেখ করা হয়। এদিন রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের ১২ জেলার ৮৩টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।