Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রশ্নবিদ্ধ বিমানাবন্দরের নিরাপত্তা ব্যবস্থা

৫ জনকে সাময়িক বরখাস্ত স্ক্যানারে ধরা পড়েনি পিস্তল

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৯, ১২:১০ এএম

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তার লাইসেন্সকৃত পিস্তল নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম গেট পার হয়ে যাওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে নকল পিস্তল ঠেকিয়ে বিমান ছিনতাই চেষ্টার ঘটনার রেশ এখনও কাটেনি। কিভাবে একজন ভিআইপি আসল পিস্তল ও ১০রাউন্ড গুলি নিয়ে বিমানবন্দরের কয়েক স্তরের নিরাপত্তা বলয় ভেদ করেন। যা স্ক্যানিং মেশিনেও ধরা পড়েনি, সেই আলোচনা এখন মানুষের মুখে মুুখে। একই সাথে বিমানবন্দরের গোটা নিরাপত্তা ব্যবস্থা নিয়েই এখন প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।
এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা ৫জন কর্মী সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃৃপক্ষ(বেবিচক)।

অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন সাংবাদিকদের জানান, বিমানবন্দরের প্রথম স্ক্যানিং মেশিনে আমার ল্যাপটপের ব্যাগটা দিয়ে আমি বডি স্ক্যানিং করে দ্বিতীয় স্ক্যানিং মেশিনের দিকে এগিয়ে যাই। তখন আমার হঠাৎ মনে হয়, ল্যাপটপের ব্যাগে আমার লাইসেন্সকৃত নাইন এমএম পিস্তল আর ১০ রাউন্ড গুলি আছে। সঙ্গে সঙ্গে দ্বিতীয় স্ক্যানিং মেশিনে দায়িত্বরত অফিসারদের বিষয়টি অবহিত করি। তিনি বলেন, প্রথম স্ক্যানিং মেশিনে পিস্তলটি ধরা না পড়ায় আমি আশ্চর্য হয়েছি। প্রথম মেশিন তাহলে কী স্ক্যান করল? মেশিনে ধরাই পড়ল না আমার ব্যাগে অস্ত্র আছে কিনা?

হযরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক গণমাধ্যমকে বলেন, পিস্তল সঙ্গে নিয়ে বিমানবন্দরের স্ক্যানিং মেশিন পার হওয়ার ঘটনার তদন্তে নেমেছে বেবিচক। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের এক কর্মকর্তা দৈনিক ইনকিলাবকে জানান, উনি (ইলিয়াস কাঞ্চন) একজন দায়িত্বশীল মানুষ। হয়তো সঠিক আইনটা জানা ছিল না বলে ভেতরে ঢুকে অস্ত্র সঙ্গে থাকার কথা বলতে চেয়েছেন। কিন্তু, এই পরিস্থিতির সুযোগ নিয়ে যদি কোনও সন্ত্রাসী অস্ত্র নিয়ে বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়ে তখন কী হবে?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ