Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে খুনের ঘটনায় মহিলা আটক

প্রকাশের সময় : ১৭ মে, ২০১৬, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের টুবিয়া বাজারের পাশের ঝোপ থেকে আজ মঙ্গলবার সকালে মাহবুবুর রহমান মিন্টু মুন্সি (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মিন্টু সদর উপজেলার পূর্বরাস্তি গ্রামের মোফাচ্ছের মুন্সির ছেলে। নিহতের ঘটনায় তাসলিমা বেগম নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদারীপুর শহরের ২নং শকুনী এলাকার ইতালি প্রবাসী সেলিম মুন্সির স্ত্রী তাসলিমা বেগমের সঙ্গে মিন্টুর সম্পর্ক ছিল। এই সম্পর্কে জের ধরেই প্রবাসীর স্ত্রীর বাসায় নিয়মিত যাতায়াত ছিল মিন্টুর। বিভিন্ন সময়ে ওই বাসায় রাত যাপন করত বলেও জানান একাধিক এলাকাবাসী।
সোমবার রাতেও মিন্টু ওই বাসায় গিয়েছিল। এরপর সকালে টুবিয়া বাজার থেকে মিন্টুর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন পরকীয়া প্রেম অথবা অর্থ লেনদেন সংক্রান্ত কারণেই খুন হতে পারে মিন্টু।
মিন্টুর চাচা মোদাচ্ছের মুন্সি জানান, মিন্টু সুদের ব্যবসা করত। সুদের টাকার লেনদেন ছিল তাসলিমার সঙ্গে। এই ঘটনার জের ধরেই খুন হতে পারে বলে তিনি ধারণা করছেন।
আটক তাসলিমা বেগম বলেন, সোমবার রাতে মিন্টু আমার বাসায় এসেছিল। এরপরে কি হয়েছে আমি জানি না। মিন্টুর কাছ থেকে ১৬ লাখ টাকা সুদে নিয়েছিল। সুদে আসলে ২৫ লাখ টাকা পরিশোধ করেছেন বলেও তিনি জানান।
মাদারীপুর সদর থানার এসআই মোবারক হোসেন জানান, নিহতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ