Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

গজারিয়ায় নির্বাচনী সংঘর্ষে একজন গুলিবিদ্ধ, নারীসহ আহত ৪

প্রকাশের সময় : ১৭ মে, ২০১৬, ১২:০০ এএম

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরও চারজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে হোসেন্দী ইউনিয়নে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে মেম্বার প্রার্থী আব্দুল হাই (ফুটবল) ও মো. তোতার (মোরগ) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় আব্দুল হাইয়ের বাড়ি-ঘর ভাঙচুর করা হয়। এতে তোতার এক সমর্থক গুলিবিদ্ধ হন। এ ছাড়া নারীসহ আরও চারজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
গুলিবিদ্ধ হয়েছেন- শহীদুজ্জামান (৩৪)। আহতরা হলেন- মেম্বার প্রার্থী আব্দুল হাই, আজমিরী বেগম (৪০), রেজিয়া বেগম (৩৮) এবং আরও একজন।
‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে’ বলে জানান, গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ