Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফান্দাউক দরবার শরীফের ইছালে ছাওয়াব ৮ ও ৯ মার্চ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল আগামী ৮, ৯ মার্চ শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। উক্ত ইছালে ছাওয়াব মাহফিলকে ঘিরে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি চলছে। ফান্দাউক খেলার মাঠে প্রায় ১০ দিন পূর্বেই শুরু হয়েছে পৃথক পৃথক তিনটি প্যান্ডেলের কাজ। প্রতিদিন শত শত ভক্ত মুরিদান সকাল থেকে সন্ধ্যা বিরতিহীনভাবে কাজ করছেন। দুই দিন ব্যাপী মাহফিলকে সফলভাবে সম্পন্ন করতে পার্শ্ববর্তী মাধবপুর ও লাখাই উপজেলার আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেও আশ্বাস দিয়েছেন। স্থানীয় এমপি বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপিসহ নাসিরনগর উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করতেও তৎপর আছেন। মাহফিলকে সার্বিকভাবে সফল করতে দরবারের ভক্ত মুরিদ ও আগত সকল মুসুল্লিগণের প্রতি আহ্বান জানিয়েছেন দরবার শরীফের বর্তমান পীর আলহাজ মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমাদ আল হোসাইনীসহ দরবারের পীরজাদা আলহাজ মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনী, আলহাজ মাওলানা সৈয়দ আবুবকর সিদ্দিক আল-হোসাইনী, আলহাজ মাওলানা সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনী এবং দরবার শরীফ কর্তৃপক্ষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ