বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নির্বাচন চাই। কোন শৈতিল্য বা পক্ষপাতিত্ব মেনে নিতে নির্বাচন কমিশন প্রস্তুত নয়। তিনি বলেন, কোন রকম অনিয়ম সহ্য করা হবেনা।
গতকাল বুধবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে তিনি আরো বলেন, ভোটাররা যাতে সুষ্ঠু পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়টি নিশ্চতভাবে পালন করতে হবে। সভায় আরো বক্তব্য রাখেন, সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসার মোহাম্মদ ইসরাইল হোসেন, সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদ আলম, সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।