Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কুবির ইংরেজি নামের বানান পরিবর্তন, শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

কুবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ৭:১৯ পিএম | আপডেট : ৪:৩৫ পিএম, ৭ মার্চ, ২০১৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নামের বানান Comilla University থেকে পরিবর্তন করে Cumilla University করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। তবে নামের বানান পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সরব হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত বছরের ২ এপ্রিল ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ এর ১১৫তম সভায় কুমিল্লা জেলার ইংরেজি বানান দঈড়সরষষধ’ থেকে সংশোধন করে দঈঁসরষষধ’ করা হয়। তারই আলোকে গত ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৭২তম সিন্ডিকেট সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী নামের পরিবর্তনের সিধান্ত গৃহীত হয়।
এদিকে নামের বানান পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বর্ষের অন্তত ১০ জন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘ এই নামের বানানের পরিবর্তনের ফলে অতীতে যে সকল শিক্ষার্থীরা শিক্ষা সনদ নিয়ে গেছেন তারা বিড়ম্বনার সম্মুখীন হবেন । এছাড়াও বিদেশে শিক্ষাবৃত্তি নিয়ে পড়ার আবেদন করার ক্ষেত্রে পূর্বের বানানের সনদধারীদের ভোগান্তি হবে।’
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপে বলেন, ‘সাবেক হওয়ার পর আমি ভার্সিটির বিভিন্ন বিষয়ে বেশির ভাগ সময়ই নিরব পর্যবেক্ষকের ভূমিকা পালন করি। কিন্তু নাম পরিবর্তনের ব্যাপারটা আমার কাছে একটা চুড়ান্ত ফাউল কাজ মনে হচ্ছে। যত্তসব ডায়নামিক তেলবাজ আর স্বার্থান্ধের জমায়েত হয়েছে এই প্রাঙ্গনে; এটাই আমাদের দূর্ভাগ্য! আশ্চর্য হচ্ছে, সংশ্লিষ্টদের বেশির ভাগই এই চাটুকারিতা ও হঠকারিতার মিছিলে শামিল হয়েছে।’
অন্য এক শিক্ষার্থী তার শেয়ারকৃত পোস্টে বলেন, ‘স্থানের নামে পরিবর্তন আসলেও বিশ্ববিদ্যালয়ের নাম ত পূর্বের নামেই রাখা যায় যেমন চিটাগাং ইউনিভার্সিটি অপরিবর্তিত রেখেছেন উনাদের সিন্ডিকেটে। আমরা কুবিয়ানও চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম পূর্বের নামে অপরিবর্তিত থাকুক। Comilla Universitz (not Cumilla)। গত সিন্ডিকেটে নাম পরিবর্তন করা হলেও আমরা কুবিয়ানরা চাইব অতি সত্তর পরবর্তী সিন্ডিকেট আহবান করে আমার আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম পূর্বের নামে কনভার্ট করা’
অন্য এক শিক্ষার্থী Comilla University নামক একটি ফেসবুক গ্রুপে পোস্ট করেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মাথা মোটা প্রশাসন যারা ছাত্রদের কল্যাণের কথা না ভেবে তৈল মর্দনে ব্যস্ত থাকে!!! ফ্যাক্ট: #বানান-পরিবর্তন।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. আবু তাহের বলেন, ‘ শিক্ষা মন্ত্রনালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে আলোচনা করে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান সনদসহ সকল কাগজপত্র নতুন বানানেই হবে। তবে পূর্বে যারা সনদপত্র নিয়েছেন তারা প্রয়োজনে পরিবর্তন করে নিতে পারবেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ