বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা ব্যুরো : বকেয়া বেতনের দাবিতে খুলনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বেসরকারি পাটকল শ্রমিকরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে ফুলবাড়ি গেট খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ করছে।
তাদের এ কর্মসূচি চলবে বেলা ১১টা পর্যন্ত।এদিকে, অবরোধের ফলে ব্যস্ততম সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।
ব্যক্তি মালিকানাধীন পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ জানান, বেসরকারি বন্ধ মহসেন, অ্যাজাক্স জুট মিল চালু এবং সোনালী, আফিল জুট পূর্ণাঙ্গ চালু ও বকেয়া পাওনা পরিশোধ ও অ্যাজাক্স জুট মিলে বিদ্যুৎ সংযোগের দাবিতে আমরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছি।তিনি বলেন, ২০১৩ সালে নতুন মজুরি কাঠামো গঠন করা হলেও মালিকরা বাস্তবায়ন করছে না। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে। এছাড়া পাট কেনাও বন্ধ করে দিয়ে মিলগুলো বন্ধ করে দিচ্ছে। যে কারণে শ্রমিকরা মরতে বসেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।