Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুইডেন-ডেনমার্কের উদ্যোক্তাদের বিনিয়োগের আহবান ঢাকা চেম্বারের

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি ওসামা তাসীর এর সাথে সুইডেনের রাষ্ট্রদূত শারলট স্লাইটার এবং বাংলাদেশস্থ ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইসট্রাপ পিটারসেন সাক্ষাৎ করেছেন। গতকাল ঢাকা চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকার অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি দুই দেশের উদ্যোক্তাদের বাংলাদেশে আরো বেশি হারে বিনিয়োগের আহবান জানান। 

সুইডেনের রাষ্ট্রদূত শারলট স্লাইটার বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সহ সকল নীতিমালার সহজীকরণ ও যুগোপযোগীর উপর জোরারোপ করেন। ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসেন বলেন, ডেনিশ কোম্পাীনদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ রয়েছে এবং বাংলাদেশে ডেনমার্কের বিনিয়োগ বাড়ানোর জন্য বাংলাদেশস্থ ডেনমার্ক দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী, সহ-সভাপতি ইমরান আহমেদ, পরিচালক হোসেন এ সিকদার, কে এম এন মঞ্জুরুল হক, মোহাম্মদ বাশীর উদ্দিন এবং এস এম জিল্লুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ