Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বৈরাচার শব্দে বাবলার রক্তক্ষরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদকে আওয়ামী লীগের কেউ স্বৈরাচার বললে জাতীয় পার্টির নেতাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়।
গতকাল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে প্রেসিডেন্টের ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, আমার নেতা সাবেক প্রেসিডেন্ট ও বিরোধী দলের নেতা হুসেইন মুহাম্মদ এরশাদ সবসময়ই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোন হিসেবে দেখেন। প্রধানমন্ত্রী হাসিনাও সবসময় এরশাদকে বড় ভাই হিসেবে সম্মান করেন। ২০০৬ সালে পল্টন ময়দানে মহাজোটের সমাবেশে এরশাদের উপস্থিতির পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ তৈরি হয়েছিলো সেটা আমার এখনও মনে আছে। শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য হুসেইন মুহাম্মদ এরশাদ সবসময়ই তার পাশে থেকে সহযোগিতা করে আসছেন। কিন্তু এই সংসদে সরকারি দলের কিছু সদস্য এরশাদকে স্বৈরাচার আখ্যায়িত করে বক্তব্য দেন। তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। সরকারি দলের বন্ধুদের কাছে এটা আশা করি না।
এছাড়া জনগণের করের টাকায় পরিচালিত সংসদে বিএনপির সমালোচনা করে প্রচারে আনার কোনো মানে হয় না বলেও মন্তব্য করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ