Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

সাভারের আশুলিয়ায় চাকরির প্রলোভনে এক গৃহবধূকে গণধর্ষনের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার মধ্যে রাতে গোয়াইলবাড়ীর মেশিনপাড় এলাকায় এই গণধর্ষনের ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে সকালে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ৭ জনের মধ্যে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে গতকাল (মঙ্গলবার) দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, মো. জাফর কাজী (২২), মো. নাজমুল হোসেন (২০), শহিদুল ইসলাম (৪৪), রহম আলী (২০) ও আমির হোসেন (৩২)। আটক ৫ জন আশুলিয়ার গোহাইলবাড়ি দিঘিরপাড়ের বাসিন্দা।
অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোয়াইলবাড়ীর মেশিনপাড় এলাকার গৃহবধূকে চাকুরির প্রলোভন দেখিয়ে আসছিলো অভিযুক্ত এক য্বুক। পরে সোমবার দিবাগত রাতে ভুক্তভোগীকে আশুলিয়ার মেশিনপার এলাকায় ডেকে নেওয়া হয়। এসময় সাতজন ঐ গৃহবধূকে গণধর্ষন করে পালিয়ে যায়। পরে তার অভিযোগের ভিত্তিতে পাঁচ জনকে আটক করা হয়।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, ধর্ষিতা গৃহবধূর অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে অভিযান চালিয়ে পাঁচ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আরও যারা জড়িত আছে তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। গণধর্ষনের শিকার গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ