বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার কেরানীগঞ্জে নির্মাণাধীন একটি কালভার্টের মাটি ধসে দুইজন শ্রমিক নিহত ও আহত হয়েছেন আরো তিন শ্রমিক। নিহতরা হচ্ছেন, মো. আওয়ালিয়া (২৮) ও মো. মশিউর মিয়া(৩৫)। গতকাল (মঙ্গলবার) সকালে কেরানীগঞ্জের ধর্মশুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় রোহিতপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় সরকারদলীয় কয়েকজন নেতার তত্ত্বাবধানে ধর্মশুরে একটি কালভার্টের নির্মাণ কাজ চলছিল। সকালে ৭/৮জন শ্রমিক মাটি কাটার কাজ শুরু করে। এসময় হঠাৎ উপর থেকে মাটি ধসে তাদের উপর পড়ে। এতে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মো. আওযলিয়া ও মো. মশিউর মিয়া নিহত হয়। গুরুতর আহত অবস্থায় অপর তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নিহত আওয়ালিয়ার বাবার নাম কাছুয়া মিয়া এবং নিহত মশিউর মিয়ার বাবার নাম আবুল কাশেম। নিহত ও আহতরা সবাই কুড়িগ্রাাম জেলার নাগেশ্বরী গ্রামের বাসিন্দা।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।