Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সীমান্ত হত্যা নিয়ে আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ১২:৪৬ এএম

চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ উদ্বেগ জানায়। আসক’র বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ মার্চ রাত ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মো. টিপুসহ আরও কয়েক বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই টিপু মারা যান।
এতে আরও বলা হয়, সীমান্তে এ ধরনের হত্যাকান্ড অত্যন্ত দুঃখজনক। সীমান্ত হত্যা বন্ধে ভারত সরকারের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দেয়া হলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সীমান্ত হত্যা বন্ধে আসক ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে জোরদার কূটনৈতিক প্রচেষ্টা চালানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায়। সীমান্তে বিএসএফের গুলিতে চলতি বছরের জানুয়ারি মাসে ছয়জন, ফেব্রুয়ারিতে এক ও মার্চে টিপুকে হত্যার মধ্য দিয়ে আট বাংলাদেশি নিহত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ