Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যালেঞ্জ দূর হয়নি, সতর্ক থাকুন

সেনাদের প্রতি পাকিস্তান বিমানবাহিনী প্রধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ১২:৪৭ এএম

পাকিস্তান বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খান বিমানসেনাদের সতর্ক করে দিয়ে বলেছেন, দেশ যে চ্যালেঞ্জের সম্মুখিন হয়েছে তা পুরোপুরি কেটে যায়নি। তাই তিনি সবাইকে সতর্ক প্রহরায় থাকার নির্দেশ দিয়েছেন। তিনি সোমবার ফরোয়ার্ড অপারেটিং বেজ (এফওবি) পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন।
পিএএফের মুখপাত্র জানান, বিমানবাহিনী প্রধান কমব্যাট ও গ্রাউন্ড ক্রু, এয়ার ডিফেন্স ও ইঞ্জিনিয়ার পারসনেল, সিকিউরিটি ট্রুপস ও সিভিলিয়ান স্টাফদের সঙ্গে সাক্ষাৎ করেন।
গত দুই সপ্তাহে ভারতীয় হামলা প্রতিরোধ ও গুলি করে দুটি ভারতীয় জঙ্গিবিমান ঘায়েলের প্রসঙ্গ উল্লেখ করে খান বলেন, আমরা আমাদের দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে পারার মতো যে শক্তিমত্তা অর্জন করেছি সে জন্য আল্লাহর কারছে কৃতজ্ঞচিত্তে মস্তক অবনত করছি।
ঘায়েল করা ভারতীয় জঙ্গিবিমানের একজন পাইলটকে আটক করে পাকিস্তান। পরে প্রধানমন্ত্রী ইমরান খান শান্তির নিদর্শন হিসেবে তাকে মুক্তি দিয়ে ভারতে ফেরৎ পাঠান।
এর ফলে ভারতের সঙ্গে উত্তেজনা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা কিছুটা দূর হয়। তবে পাকিস্তান বিমানবাহিনী প্রধান তার সেনাদের সঙ্গে আলোচনায় প্রহরা শিথিল না করার নির্দেশ দেন। সূত্র : এসএএম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ