Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কণার দুই গানের দুই কোটি ভিউ!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ইউটিউবের ভিউ বিচারে এখন দেশের নারী কণ্ঠশিল্পীদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন সঙ্গীতশিল্পী কণা। সম্প্রতি দুই কোটি ভিউয়ের ঘর অতিক্রম করেছে কণার গাওয়া ‘ইচ্ছেগুলো’র গান ও ভিডিও। ২০১৭ সালের ২৭ এপ্রিল ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি (সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিও)। এর আগে গত মাসে দেশের প্রথম নারী কণ্ঠশিল্পী হিসেবে অডিও-ভিডিও বাজারে প্রথম দুই কোটি ভিউয়ের রেকর্ড গড়েন কণা। তার গাওয়া ‘রেশমী চুড়ি’ গানটি প্রকাশিত হয়েছিল তিন বছর আগে ২০১৬ সালের ৩১ মার্চ। এটি দুই কোটির ভিউ অতিক্রম করে। অন্যদিকে তার গাওয়া ‘ইচ্ছেগুলো’ একই রেকর্ড অর্জন করে। তবে সেটি দুই বছরের ব্যবধানে। এ হিসেবে, সবচেয়ে দ্রুততম সময়ে দুই কোটির ভিউ দিয়ে ‘ইচ্ছেগুলো’ গানটির মাধ্যমে কণা নিজের রেকর্ড ভেঙেছেন নিজেই। কণা বলেন, আমি মন দিয়ে গান করি। ভিডিওর বিষয়েও সহযোগিতা থাকে সবসময়। এরপর সেটি চলে যায় প্রযোজক হয়ে শ্রোতা-দর্শকদের হাতে। তারা গানটি পছন্দ করলে ভালো লাগে, উৎসাহ পাই। এই যে ভিউ কিংবা রেকর্ড- এটাও একটা উৎসাহের বিষয়। আরও ভালো গান করার জন্য এই উৎসাহ খুব কাজে লাগে। উল্লেখ্য, ইচ্ছেগুলো গানটিতে কণার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ভারতের আকাশ সেন। শরীফ আলদীনের কথায় এটির সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটির ভিডিওতে মডেল হয়েছেন মুম্বাইয়ের আজহার সাইনি ও বাংলাদেশের তাসনুভা তিশা। এতে কণার উপস্থিতিও রয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন একে পরাগ। সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, বরাবরই সংখ্যার চেয়ে মানের প্রতিযোগিতায় বিশ্বাস করি আমরা। গানটি অসম্ভব ভালো বলেই এটির ভিডিও তৈরিতে ছিল আমাদের সর্বোচ্চ চেষ্টা। সেটারই ফল হিসেবে দ্রুততম সময়ে দেশের কোনও নারী শিল্পীর গান দুই কোটি ভিউ হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ