প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সঙ্গীতশিল্পী তাহসান প্রথমবারের মতো চলচ্চিত্রে নায়ক হয়ে আসছেন। ৮ মার্চ তার অভিনীত প্রথম সিনেমা ‘যদি একদিন’ মুক্তি পাবে। তার বিপরীতে নায়িকা হিসেবে আছেন শ্রাবন্তী। সিনেমাটির মুক্তি উপলক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন তাহসান। নিজ হাতে পোস্টার লাগিয়ে ক্যাম্পেইন শুরু করেছেন। সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে আসেন তাহসান। তিনি বলেন, আমার অভিনীত যদি একদিন ৮ মার্চ মুক্তি পাচ্ছে। এই ঘোষণা আগেই দেয়া হয়। এখন আমি মগবাজারে। আজ থেকে প্রায় ১৬ বছর আগে আমার গানের প্রথম অ্যালবাম প্রকাশের আগে এই মগবাজারেই নিজে হাতে পোস্টার লাগিয়েছিলাম। সে অনুভ‚তি ভাষায় প্রকাশের মতো নয়। আমার অভিনীত প্রথম সিনেমার পোস্টারটিও প্রথমে আমি নিজে হাতেই লাগাতে চাই। দর্শকদের পোস্টারটি দেখিয়ে তাহসান বলেন, এই হলো সেই পোস্টার। এখানে আমি মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছি। অন্যদিকে তাসকিন ও শ্রাবন্তী রোমান্স করছেন। আপনারা হলে এসে সিনেমাটি দেখবেন। প্রথমদিন থেকেই আমি ঢাকার মধ্যে মুক্তিপ্রাপ্ত সিনেমা হলগুলোতে যাবো। সেখানে সবার সঙ্গে দেখা হবে। এ সময় সিনেমার আরেক অভিনেতা তাসকিন রহমান ও পরিচালক মুহাম্মাদ মোস্তফা কামাল রাজসহ টিমের অনেকেই উপস্থিত ছিলেন। সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। এতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।