Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভানসালি প্রডাকশন্সের তিন ফিল্মে শারমিন সেগাল

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

আসন্ন ‘মালাল’ চলচ্চিত্রটি দিয়ে শারমিন সেগালের অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে। ভানসালি প্রডাকশন্সের ব্যানারে ফিল্মটি পরিচালনা করবেন মঙ্গেশ হাদাওয়ালে; জাভেদ জাফরির ছেলে মিজান এতে প্রধান পুরুষ ভূমিকায় অভিনয় করবেন। সঞ্জয় লিলা ভানসালির মালিকানাধীন ভানসালি প্রডাকশন্সের আরও দুটি ফিল্মে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শারমিন সেগাল। শারমিন সঞ্জয় লিলা ভানসালির বোন বেলা ভানসালি সেগালের কন্যা। শারমিনের মা বেলা ২০১২তে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক কমেডি ‘শিরিন ফারহাদ কি তো নিকাল পড়ি’ চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন। ভানসালি প্রডাকশন্সের প্রধান নির্বাহী প্রেরণা সিং বলেন : “ এমন এক সময় যখন চলচ্চিত্রের চরিত্র মূলধারার আও কাছাকাছি আর দর্শকরাও কাহিনী থেকে আরও বিনোদন চাইছে তখন নতুন প্রতিভাদের পরিচয় করে দেয়াই সবচেয়ে যুক্তিযুক্ত। সঞ্জয় লিলা ভানসালির দৃষ্টিভঙ্গির সঙ্গে এই ধারণা মিলে যায় তাই আমরা শারমিনকে দিয়ে তিনটি ফিল্মে কাজ করাব।” শারমিন বলেন : “অভিনয়ই আমাকে সবচেয়ে আকৃষ্ট করে কারণ এতে আমি আমার আবেগ আর অভিজ্ঞতাকে প্রকাশ করতে পারব আর। আমাকে এভাবে তুলে ধরা হচ্ছে বলে আমি আনন্দিত। কাজটি কঠিন হবে তবে আমি খুব সন্তুষ্ট।”

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ