Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীপুরে নারী শ্রমিক নিহত

সিলিন্ডার বিস্ফোরণে বাড়ি ছাই

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

গাজীপুরের শ্রীপুরে বসত বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সেলিনা আক্তার (৩৫) নামের নারী শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরবেলা পৌর এলাকার গিলারচালা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আগুনে ওই বাড়ির চারটি কক্ষ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। নিহত শ্রমিক সেলিনা আক্তার সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার দৌলতপুর গ্রামে নুরুল হকের কন্যা। সে তার সন্তানদের নিয়ে ওই গ্রামে শহিদুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি জুতা তৈরী কারখানায় চেকার পদে চাকরি করতো। নিহতের স্বজন জুয়েল মিয়া জানান, সেলিনা দুই সন্তানের জননী। তার স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস করায়, সে গাজীপুরের শ্রীপুরের একটি কারখানায় চাকরি নেন। গতকাল মঙ্গলবার ভোরে রান্নার প্রস্তুতি নেয়ার সময় সিলিন্ডার পাইপ লিকেজ হয়ে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে চারটি টিনসেড কক্ষ ভস্মীভূত হয়। আগুনের ঘটনায় বাসায় থাকা অন্যান্য লোকজন বের হয়ে আসতে পারলেও সেলিনা বের হতে না পেরে অগ্নিদ্বগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, পাইপে লিকেজ থাকায় আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পরে কক্ষ ভস্মীভূত হয়। পরে বিস্ফোরিত অবস্থায় সিলিন্ডারটি উদ্ধার করা হয়েছে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান উজ্জামান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ