Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ঢামেকের সামনের ফার্মেসিতে অভিযান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৯, ১২:৪৮ এএম

রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকার বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে র‌্যাবের নিবার্হী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে রাত ৯টা পর্যন্ত ১২টি দোকানকে ২২ লাখ টাকা জরিমানা ও দুইজনকে ৬ মাস করে কারাদন্ড দেওয়া হয়। ঔষুধ প্রশাসন এতে সহায়তা করেন।

সারওয়ার আলম বলেন, অভিযানকালে ফার্মেসিগুলোতে বাংলাদেশে বিক্রি নিষিদ্ধ ওষুধ, মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন পাওয়া গেছে। এছাড়া নির্দিষ্ট তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করায় ওষুধের গুণগত মান নষ্ট হয়ে গেছে। রাত সোয়া ৯টার দিকে তিনি বলেন, অভিযান এখনো চলমান রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ