বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলাম ও ইসলামি শিক্ষা নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। শিক্ষানীতি পাশ করার পর থেকে ইসলামি শিক্ষার বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ শুরু হয়েছে। এ শিক্ষানীতি ও শিক্ষা আইনের মাধ্যমে ইসলামি শিক্ষার টুটি চেপে ধরার চেষ্টা চলছে। সে আলোকে বোরকার বিরুদ্ধে আইন পাশ করা হয়েছে। পীর সাহেব চরমোনাই বলেন, সরকার ইভটিজিং ও নারী নির্যাতন বন্ধ করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, কিন্তু ইভটিজিং বন্ধ হয়নি বরং ইভটিজিং, নারী নির্যাতন, ধর্ষণ ও খুন সীমা ছাড়িয়ে গেছে। নারীদেরকে ইসলাম যে অধিকার দিয়েছে তা বাস্তবায়নেই কেবল নারী মুক্তি ফিরে আসতে পারে। পর্দার বিধান বাধ্যতামূলক করলে বন্ধ হতে পারে নারী নির্যাতন ও ইভটিজিং। তিনি সকলকে ইসলামী শিক্ষার আলোকে জীবন গঠনের আহ্বান জানান। গতকাল সোমবার বাদ জোহর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জস্থ জামিয়া ইসহাকিয়া কারিমিয়া মাদরাসার খতমে বোখারি অনুষ্ঠানে বোখারি শরীফের দরস প্রদানকালে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাপরিচালক আল্লামা নূরুল হুদা ফয়েজী। মাদরাসার মুহতামিম মাওলানা সানাউল্লাহ নূরী এতে সভাপতিত্ব করেন। খতমে বোখারি অনুষ্ঠানে মাদরাসা অন্যান্য শিক্ষক, স্থানীয় উলামায়ে কেরাম, মাদরাসার কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।