Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১ বৈশাখ মুক্তি পাবে বিউটি সার্কাস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

আগামী পহেলা বৈশাখে মুক্তি দেয়া হবে জয়া আহসান অভিনীত সিনেমা বিউটি সার্কাস। সিনেমাটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার। সিনেমাটির বেশিরভাগ দৃশ্যধারণ করা হয়েছে চাঁপাই নবাবগঞ্জ, নওগাঁর সাপাহার ও মানিকগঞ্জের প্রত্যন্ত গ্রামে সার্কাসের সেট নির্মাণ করে। চলচ্চিত্রে জয়া অভিনয় করেছেন এক সার্কাস কন্যার ভূমিকায়। নাটকীয়ভাবে সার্কাস মঞ্চে বিউটির (জয়া) আবির্ভাব। তিনি তার গায়ের চাদর উন্মুক্ত করলে সেখান থেকে অনেক কবুতর বের হয়ে আসে। তখন বিউটি ‘আই লাভ ইয়ু’ বলে চিৎকার করে উঠে। সিনেমাটিতে স্ট্যান্টম্যান ছাড়াই ৬০ ফুট উপরে দড়ির উপর দিয়ে হাঁটতে দেখা যাবে জয়াকে। সার্কাসে কবুতর, হাতি, ঘোড়া ও ভাল্লুকের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে ছিলেন জয়া আহসান। এতে আরও অভিনয় করেছেন ফরদৌস, তৌকীর আহমেদ, শতাব্দী ওয়াদুদ, এবিএম সুমন, হুমায়ূন সাধুকে। নির্মাতা দিদার জানান, ‘সরকারি অনুদানের এ সিনেমাটি ২০১৭ সালের প্রথমদিকে শূটিং শুরু হয়। বহু প্রতীক্ষিত সিনেমাটির ‘প্রথম ঝলক’ প্রকাশের পর বেশ সাড়া মিলছে।’ আসছে পহেলা বৈশাখ উপলক্ষে ছবিটি সারাদেশে একযুগে মুক্তি দেয়ার ইচ্ছা রয়েছে। বর্তমানে চলছে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্মস লিমিটেড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ