প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এ বছর অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে প্রস্তুতি ও বৈঠক চলছে। তৈরি হচ্ছে বেশ কয়েকটি প্যানেল। আসন্ন নির্বাচনে অংশ নিতে পারেন চিত্রনায়ক অমিত হাসান। তিনি বলেন, নির্বাচনের এখনো দেরি আছে। আপাতত কিছু ভাবছি না। শাকিব ও আমি এক প্যানেলের লোক। ও আমার কাছের ভাই। ওর সঙ্গে বসে আলোচনা করেই নতুন নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেব। সেখানেই ঠিক করবো কে সভাপতি আর সেক্রেটারি পদে লড়বে। আমরা শিল্পীদের জন্য ইতিবাচক কিছু করতে চাই। শিল্পীদের কর্মসংস্থানের দিকে নজর দিতে চাই। সেটা মাথায় রেখেই পরিকল্পনা করবো। এদিকে অমিত হাসান জানান, বর্তমানে শাহেনশাহ, বয়ফ্রেন্ড, ও মাই লাভ, একটু প্রেম দরকার, মাই ডার্লিং নামে সিনেমাগুলোতে কাজ করেছেন। এগুলো মুক্তি পাবে চলতি বছরেই। এছাড়াও বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের কথা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।