প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সহশিল্পীদের মধ্যে অনেক কারণেই বিবাদের সৃষ্টি হতে পারে শুটিংয়ের সেট থেকে। এমনই এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে একতা কাপুরের জনপ্রিয় সিরিয়াল ‘ডায়েন’-এর সেট থেকে। অভিযোগ উঠেছে সিরিয়ালটির অভিনেত্রী তার সহশিল্পী মোহিত মালহোত্রার অনাকাক্সিক্ষত স্পর্শ মেনে নিতে পারছেন না। টিনা আর মোহিত সিরিয়ালটিতে প্রধান দুই ভূমিকায় অভিনয় করছেন। সিরিয়ালটিতে স্বাভাবিকভাবেই কিছু অন্তরঙ্গ দৃশ্য থাকে যা তাদের পেশাদার সীমার মধ্যে থেকেই করার কথা। কিন্তু মোহিত তা লঙ্ঘন করে অযাচিতভাবে টিনাকে স্পর্শ করেন। দৃশ্যটি চিত্রায়নের পর টিনাকে কাঁদতে দেখা গেছে। উপস্থিত সব শিল্পী-কুশলীরাই তা দেখেছে এবং নির্মাতারাও বিষয়টি জেনে যায়। এ নিয়ে টিনা আর পুরো ‘ডায়েন’ টিমই আপসেট ছিল। এমন না হলেই ভাল হত। কিন্তু একটি নাচের দৃশ্যে মোহিত অনুমতি না নিয়ে আবারও টিনাকে অপেশাদারভাবে স্পর্শ করেন। টিনাকে আগেই বলা হয়েছিল এ ধরণের ঘটনা ঘটলে তিনি যেন ক্রিয়েটিভ টিমের কাছে অভিযোগ করেন। তিনি ঠিক তাই করেছেন। #মি টু আন্দোলনের এমন সক্রিয় অবস্থায় মোহিত এমন ঘটনা ঘটিয়েছেন। তিন যে কী অবস্থায় পড়েন কে জানে? ক্রিয়েটিভ টিমকে জানালেও টিনা দত্ত এখনও বিষয়টি নিয়ে আর এগোননি। সংবাদ মাধ্যম তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।