রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বগুড়ার সান্তাহার থেকে তমাল হোসেন আকাশ (১৯) নামের এক ছাত্র অপহরনের প্রায় ১০ ঘন্টা পর পুলিশ তাকে উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, সান্তাহার শহরের পাশে কায়েতপাড়া গ্রামের মালোশিয়া প্রবাসী শাহিনের ছেলে সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র তমাল হোসেন আকাশ রবিবার দুপুরে প্রাইভেট পরতে গিয়ে অপহরণ হয়। একপর্যায়ে অপহৃত ওই ছাত্র নিজেই মোবাইল তার পরিবারের কাছে ফোন দিয়ে প্রথমে ৫০ লাখ ও পরে ২০ লাখ টাকা মুক্তিপন দবি করে। পরে এ ঘটনাটি পুলিশকে জানানো হলে আদমদীঘি থানার ওসি ও সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মুসা মিয়ার নেতৃত্বে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বাজার এলাকা থেকে প্রায় ১০ ঘন্টা পর ওইদিন রাতে তার এক আত্বীয়র বাড়ি থেকে তাকে উদ্ধার করে। অপহৃত ছাত্রকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে জানান, তার বাব-মা তাকে খরচের টাকা না দেওয়ায় পরিবারের নিকট মোটা অংকের টাকা আদায় করতে নিজেই এই অপহরনের নাটক সাজিয়েছেন।
এবিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মুসা মিয়ার সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনাটি এলাকায় ব্যাপক সারা ফেলেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।