রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টাঙ্গাইলের বাসাইলে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ঘটেছে।
গতকাল সোমবার সকালে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস ও সতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ মনোনয়নপত্র জমা দেয়ার সময় একটি মিছিল বের করে সমর্থকরা। মিছিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়।
আহতদের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, সংঘর্ষ বিশাল আকার ধারণ করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবিসহ সকল ফার্নিচার ভাঙচুর করেছে।
বাসাইল থানার ওসি তুহিন আলী জানায়, আজকে উপজেলা পরিষদের নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন। দুই প্রার্থী একসাথে জমা দিতে আসার পথে দুইজনের কর্মীদের মাঝে সংঘর্ষ বেধে যায়। এতে আহত হয় দশজন। পরে আমরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।