Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়া ভালো নেই

সাংবাদিকদের মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৯, ১২:৩৩ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ম্যাডাম খালেদা জিয়া ভালো নেই। তার ডায়বেটিসের চিকিৎসা হচ্ছে না। ডাক্তাররা এখনও তাকে প্রোপার ট্রিটমেন্ট দিচ্ছেন না। এছাড়া এখনও জামিন না পাওয়ায় তিনি (খালেদা জিয়া) হতাশ। গতকাল পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যাক্ত পুরনো কেন্দ্রীয় কারাগারে সামনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। পুরানো কারাগারে স্থাপিত বিশেষ আদালতে নাইকো মামলার শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দেয়ার জন্য দুপুর সাড়ে ১২টায় বেগম খালেদা জিয়াকে পুরনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার ৯নং বিশেষ জজ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে দুপুর ১টা ৫০ মিনিটে তাকে আবারও কারাগারে নেয়া হয়। শুনানি চলাকালে এজলাসে খালেদা জিয়ার কাছা কাছি থেকে প্রায় পুরো সময় জুড়ে আলাপ করেন মির্জা ফখরুল।
খালেদা জিয়াকে কারাগার থেকে এজলাসে আনার পর মির্জা ফখরুল তাকে সালাম দিয়ে কুশল জানতে চান। ফখরুল বলেন, ম্যাডাম, কেমন আছেন?

উত্তরে খালেদা জিয়া বলেন, ভালো নেই। শরীরটা ভালো যাচ্ছে না।
এরপর বেগম খালেদা জিয়ার পাশে থাকা চেয়ারে বসে মির্জা ফখরুল তার সাথে দীর্ঘক্ষণ আলাপ করেন।
আদালত শেষে খালেদা জিয়ার সঙ্গে কী আলোচনা হয়েছে জানতে চাইলে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ম্যাডামের শারীরিক বিষয় নিয়ে আলাপ হয়েছে। ম্যাডাম খুব অসুস্থ, তিনি ভালো নেই।
তিনি জানিয়েছেন, ডাক্তাররা তাকে (খালেদা জিয়া) প্রোপার ট্রিটমেন্ট দিচ্ছেন না। ডাক্তাররা মাত্র একবার এসে তাকে দেখে গেছেন। এরপর তার রক্ত নেয়া হয়নি। ডায়বেটিসের রোগী হিসাবে তার চিকিৎসা দেয়া হচ্ছে না। এছাড়া ম্যাডাম জামিন নিয়েও হতাশ।
জামিনের বিষয়ে খালেদা জিয়ার পরামর্শ কী জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার পরামর্শ হচ্ছে লিগ্যালি আমরা তো মুভ করছি। সরকার ইলিগ্যালি জামিন দিচ্ছে না।

বর্তমান রাজনৈতিক বিষয়ে কোনো আলাপ হয়েছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজনৈতিক বিষয় নিয়ে কোনো আলাপ হয়নি।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে বন্দি রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ