Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ হাজার কি.মি. নৌপথের নাব্য পুনরুদ্ধার করা হবে

সংসদে নৌ-প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৯, ১২:৩৩ এএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নৌপথের নাব্য বাড়াতে সরকার ছোট বড় নদী খনন করার জন্য একটি বড় পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনা অনুযায়ী, বিআইডব্লিউটিএ’র মাধ্যমে ১৭৮টি নদী খনন করে ১০ হাজার কিলোমিটার নৌপথের নাব্য পুনরুদ্ধার করা হবে।

গতকাল রোববার জাতীয় সংসদে জাতীয় পার্টির এমপি সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের নাব্যতা বাড়াতে চার হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল নির্মাণ, কর্ণফুলী নদীর সদর ঘাট থেকে বাকলিয়ার চর পর্যন্ত খননের মাধ্যমে নাব্য বাড়ানো ও নিউমুরিং ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড নির্মাণ অন্যতম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ