Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর শুরু ১৫ এপ্রিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৯, ১২:৩৩ এএম

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের আগামী ১৫ এপ্রিলের মধ্যে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। তিনি তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহে নির্দেশ দিয়েছেন ১৫ এপ্রিলের মধ্যে ২৩ হাজার পরিবারকে (একেক পরিবারের চার-পাঁচজন) অর্থাৎ এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করতে হবে। গতকাল সচিবালয়ের নিজ অফিস কক্ষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ভাসানচরে বসবাসের অবকাঠামো ঠিক হয়েছে জানিয়ে এনামুর রহমান বলেন, আমরা তৈরি। ঘর, বিদ্যুৎ, যোগাযোগ, স্বাস্থ্যসেবা, বেড়িবাঁধ, সাইক্লোন শেল্টার সবকিছু তৈরি আছে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক স¤প্রদায়ের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের সঙ্গে এর আগে একটি বৈঠক করা হয়েছে। আগামী ৬ মার্চ আরেকটি বৈঠক হবে।
এদিকে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের জন্য বিশ্ব খাদ্য সংস্থাকে মার্কিন যুক্তরাষ্ট্র ৪৫ দশমিক পাঁচ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে। ২০১৯ সালে মোট ১০৫ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার উদ্যোগের কথাও তিনি জানান। এছাড়া ২০১৭-এর আগস্ট থেকে এ পর্যন্ত রোহিঙ্গাদের জন্য আমরা ৫০০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ