Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনে রাষ্ট্রীয় স্বার্থে সকলকে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

তেঁতুলিয়ায় অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন কর্মকর্তাদের নিয়ে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, রাষ্ট্রিয় স্বার্থে সকলের সহযোগীতায় নির্বাচন পরিচালনা করে যেতে হবে। কোন প্রার্থী যেন ভোটকেন্দ্রে কোন প্রকার প্রভাব খাটিয়ে জনগনের ভোট হরণ করতে না পারে। অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সানিউল ফেরদৌস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিভাগীয় আঞ্চলিক কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম আজম, জেলা নির্বাচন অফিসার আশরাফুল আলম, পুলিশ সুপার গিয়াস উদ্দীন, অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম ও প্রশিক্ষক জিলহাস উদ্দীন প্রমুখ। ৩৭ টি ভোট কেন্দ্রে ৩৭জন প্রিজাইডিং কর্মকর্তা, ২২৭ জন সহকারি প্রিজাইডিং কর্মকর্তা ও ৪৫৪ জন পুলিং অফিসারসহ সর্বমোট ৭১৮ জনকে নিয়ে দিনভর প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ