রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ উপজেলায় মোটরসাইকেল চুরির হোতা মোটা মোখলেস (৩৬) কে গ্রেফতার করেছে। গত শনিবার বিকালে শহরের প্রানকেন্দ্র থানা চার মাথা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোটা মোখলেস পৌর এলাকার মাগুড়া সোনার পাড়া মহল্লার মন্টু মিয়ার ছেলে।
জানা যায়, মোটা মোখলেস দীর্ঘদিন ধরেই উপজেলায় মোটরসাইকেল চুরি সাথে জড়িত। তার বিরুদ্ধে পূর্বের চারটি মামলা রয়েছে। গত শনিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে একটি পালসার মোটরসাইকেল চুরি হয়। পুলিশ উপজেলা নির্বাহী অফিসের সিসি ক্যামেরায় পাওয়া ফুটেজে চুরি যাওয়া মোটরসাইকেলটি মোটা মোখলেসকে নিয়ে যেতে দেখা যায়। পরে পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে এবং চুরিকৃত মোটরসাইকেলটি তার শশুর বাড়িতে আছে বলে জানায়। পরে তার পিতা মন্টু মোটরসাইকেলটি ফেরত দিয়ে যায়। জিজ্ঞাসাবাদে মোটা মোখলেস আরো জানায়, মোটরসাইকেল চুরির সিন্ডিকেটে তার ও তার শশুর বাড়ির সকলেই জড়িত।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনর্চাজ একেএম মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করে রোববার দুপুরে জানান, আটক মোখলেসকে গতকাল আদালতে প্রেরন করা হয় এবং মোটরসাইকেল চুরি সিন্ডিকেটের সাথে আরো কারা জড়িত আছে জানার জন্য রিমান্ডের আবেদন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।