Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রতনের চিকিৎসায় সাহায্যের আবেদন

সিরাজগঞ্জ থেকে সৈয়দ শামীম শিরাজী | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু খানি সহানুভুতি মানুষ কি পেতে পারে না’ প্রখ্যাত শিল্পী ভূপেন হাজারিকার এই গান বাস্তবে রুপ নিয়েছে রতনের জীবনে। তরুন তরতাজা যুবক এখন মৃত্যুর প্রহর গুনছে। অভাবী পিতামাতা যে ছেলের ওপর ভরসা করে ভবিষ্যতের পথপারি দেবার স্বপ্ন দেখছিল সেই সন্তানের কঠিন অসুখে পিতামাতার ভবিষ্যত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে।

জানা যায়, সিরাজগঞ্জ শহরের পৌর এলাকার দিয়ারধানগড়া গ্রামের মুন্নাফ শেখের পুত্র মো. রাকিবুল ইসলাম রতন (১৮) পিতামাতার অভাবী সংসারের ভারী জোয়লটি কাঁদে নিয়ে সাচ্ছন্দে সংসার চালাচ্ছিল। হঠাৎ এক কন্যা সন্তানের জনক রতন অসুস্থ্য হয়ে পড়ে। পেটের তীব্র ব্যথায় ছটফট করে। এর ৪/৫ টি ডাক্তরের শরনাপন্ন হয়ে ধার দেনা ও ঋণ করে প্রায় ২/৩ লক্ষ টাকা খরচ করে জানতে পারে রতনের পিত্তথলির নারীতে টিউমার হয়েছে। জেলা শহরের ডাক্তারগণ নিরুপায় হয়ে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করে। একমাত্র উপার্জনক্ষম রতনের অপারেশনের খরজ যোগাবে কোথেকে। রতনের একমাত্র শিশু কন্যা ও অল্প বয়সী স্ত্রীর কান্নায় আকাশ বাতাশ ভারী হয়ে উঠে। সে হাসপাতালের বেডে রির্পোটারের হাত ঝাপটে ধরে অশ্রুসিক্ত নয়নে জানায়, সাংবাদিক ভাই আমাকে বাঁচান। আমার কথা কাগজে লিখে দেন।

দেশ-বিদেশে আমাদের অনেক মানব দরদী, বিবেকবান সচেতন মানুষ, সমাজকর্মী রয়েছেন। আছেন প্রবাসী ভাই বোন ও এনজিও প্রতিষ্ঠান। তাদের কারো কোমল হৃদয়ে যদি মৃতে্যুর পথযাত্রী রতনের এ আবেদন রেখাপাত করে তবে তাদের নিম্ন ঠিকানায় যোগাযোগ করতে সবিনয় অনুরোধ করা হলো।
সাহায্য প্রার্থী
রাকিবুল ইসলাম রতন
মোবাইল ০১৯৩১২৯৭৫৯৯
বিকাশ ০১৭৫৭০০৩৮০১



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ